প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন
প্রকাশিত : ১৬:১৩, ৩১ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন কে এম শাখাওয়াত মুন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে।
কে এম শাখাওয়াত মুন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক। এর আগে, তিনি বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদ থেকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে সংযুক্ত থেকে সংবাদ কাভারেজে কাজ করে আসছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা করা কে এম শাখাওয়াত মুন পরবর্তীতে ডেনিশ স্কুল অব জার্নালিজম, ডেনমার্ক থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
আরকে//
আরও পড়ুন