প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
প্রকাশিত : ০৮:৩৪, ২ সেপ্টেম্বর ২০১৮

আজ রোববার সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন হলেও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে চলমান রাজনীতির বিভিন্ন বিষয় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। অন্যান্যবারের মতো আজকের সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার দু`দিনের সফরে নেপাল যান প্রধানমন্ত্রী। সেখানে বিমসটেক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
এসএ/
আরও পড়ুন