ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে গণভবনে ৩২১ সাবেক আমলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন ৩২১ জন সাবেক সরকারি কর্মকর্তা। শুক্রবার সন্ধ্যার পর গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনতে ৩২১ জন সাবেক এই সরকারি আমলারা শেখ হাসিনা এর সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন বলে সূত্র জানায়।

অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তাদের মধ্যে সাবেক মুখ্যসচিব, সিনিয়র সচিব, সচিব ও বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা রয়েছেন।

এর আগে গত ২৭ নভেম্বর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করেন ১৪৭ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি