ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ফটিকছড়িতে যুবলীগ নেতা এনাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৭:৫৪, ১৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবলীগ নেতা এনামুল হক এনাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সকালে উপজেলা সদরে সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, পুলিশ এখন পর্যন্ত হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি। এনামের হত্যাকারিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশে। গত বুধবার সন্ত্রাসীদের হামলায় নিহত হন ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি এনামুল হক এনাম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি