ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ফতুল্লায় ভাইয়ের হাতে ভাই খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই লিটন খান (৩৩) খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার দক্ষিণ নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক হৃদয় খানকে (২৬) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, মা করিমুন বেগমকে ঘরে আটকে রেখে মাদকের জন্য টাকা নেয়ার চেষ্টা করে হৃদয়। মাকে আটকে রেখে ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন লিটন। ঘরে প্রবেশ করলে হৃদয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় তার হাতে থাকা ছুরি দিয়ে লিটনকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর আশপাশের লোকজন হৃদয়কে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ নয়ামাটি এলাকার শামসুল হক মিয়ার ভাড়াটিয়া বারেক খানের চার ছেলে ও এক মেয়ে। অন্য ছেলেরা ব্যবসা-বাণিজ্য করলেও হৃদয় কিছুই করে না এবং সে মাদকাসক্ত।

এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি