ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে-মুচড়ে ৩ শ্রমিক নিহত
প্রকাশিত : ১৭:২৪, ১২ জানুয়ারি ২০২৬
ফরিদপুরের বোয়ালমারীতে একটি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে কালুখালী–ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসদরের সোতাশি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতরা হলেন—জনতা জুট মিলের শ্রমিক, ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।
এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকার জনতা জুট মিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক নিয়ে একটি পিকআপভ্যান বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ৩টার দিকে কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী লোকাল ট্রেন পৌরসদরের সোতাশি অরক্ষিত রেলগেট এলাকায় পৌঁছালে শ্রমিকবাহী পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি সোতাশি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে বলে তিনি জানতে পেরেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর//
আরও পড়ুন










