ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ফরিদপুরের বোয়ালমারিতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। 

রোববার দুপুর একটার দিকে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চতুল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। 

তিনি গণমাধ্যমে জানান, দুপুরে তিন ব্যক্তি রেললাইনের উপর বসা ছিলেন। এ সময় হঠাৎ ট্রেন আসলে তারা কাটা পড়েন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। 

আহত অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও স্থানীয়দের বরাতে তারা দুজন বাক প্রতিবন্ধী বলে জানিয়েছেন চেয়ারম্যান। 

এ বিষয়ে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি