ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ফল যাই হোক, প্রত্যাখ্যান করলাম: আরিফুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার আগেই তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার বিকালে ভোটগ্রহণ শেষে তিনি সিলেট শহরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ফলাফল যাই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের ১৩৪টি কেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ চলে। ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার। ধানের শীষের প্রার্থী বিদায়ী মেয়র আরিফুল আগেই পুলিশের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ করে আসছিলেন।

সোমবার ভোটগ্রহণ শুরুর ৫ ঘণ্টার মধ্যে তিনি রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের দপ্তরে গিয়ে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলেন।

বিকালে ভোটগ্রহণ শেষে আরিফুল বলেন, এটা ভোট চুরি না, দিনে-দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ভোট ডাকাতি হয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরানের উদ্দেশে বিএনপি প্রার্থী বলেন, “এই জয়, জয় না। এটা মীর জাফরের জয়। এই জয়ের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমার পরাজয়টা বড় ব্যাপার না, এ নির্বাচনের ফলে নতুন প্রজন্ম একটি ভুল জিনিস শিখছে।

সৎ সাহস থাকলে আওয়ামী লীগের কোন নেতা আছেন, আসেন নির্বাচন করি- দেখা যাবে কার কত জনপ্রিয়তা। কমপক্ষে ১ লাখ ভোটে জয়লাভ করব।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি