ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিরে আসলেন রাখি গুলজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন রাখি গুলজার। একসময় মতি নন্দির ‘মুক্তি’ দিয়ে বাংলা সিনেপর্দায় সাড়া ফেলে দিয়েছিলেন রাখি। আর সেই কাহিনী দিয়েই অবসর ভাঙছেন অভিনেত্রী। তবে এবার ভাষা হিন্দি। বদলে গেছে সিনেমার নামও। ‘মুক্তি’পরিবর্তে নাম রাখা হয়েছে ‘নির্বাণ’

এ বিষয়ে রাখি গুলজার বলেন, ‘সিনেমার নাম যাই রাখা হোক না কেন, হিন্দিতে মতি নন্দীর সিনেমা তৈরি হচ্ছে শুনেই নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তাই সিনেমার প্রস্তাব আসা মাত্রই হ্যাঁ করে দিলাম।’

তবে ‘মুক্তি’ বা ‘নির্বাণ’ যাই বলিনা কেনো নাম দুটির একটিও লেখকের দেওয়া গল্পের নাম নয়। আসল গল্পের নাম ছিল ‘বিজলীবালার মুক্তি’। যে কাহিনীর নায়িকা বিজলী। যে নিঃসন্তান। বাড়িতে তাঁর টিভিও নেই। খবরের কাগজ আসে না। এমনকি ফোনও নেই। কিন্তু গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে তাঁর খুব ভাব। প্রত্যেকের বাড়ি যায় সে। আসলে আত্মীয় বলতে এক দাদা থাকলেও, বিজলী আপন বলতে ছিল গ্রামবাসীরা। বাঁধা ধরা ছকের বাইরে এক অন্য রকম সংসার ছিল বিজলীর।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি