ফের দুই দিনের রিমান্ডে লোকমান
প্রকাশিত : ১৬:২৯, ৩ অক্টোবর ২০১৯

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক (ডিরেক্টর ইনচার্জ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়াকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের দুইদিনের রিমান্ডে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
গত ২৭ সেপ্টেম্বর একই মামলায় দুইদিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করে র্যাব। সে সময় র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার এ টাকা অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।
পরদিন সন্ধ্যা ৬টায় র্যাব বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মাদক আইনে মামলা করেন। পরে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে হাজির করলে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আরও পড়ুন