ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ফের পিয়া-তাসকিনের জুঁটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টাইগার পেসার তাসকিন আহমেদের সঙ্গে জুঁটি বেঁধেছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। এর আগেও তাদের একসঙ্গে দেখা গেছে বিজ্ঞাপনে। আবারও নতুন কাজে জুটি বাঁধলেন তারকা দুই ভুবনের নামী দুই তারকা।

সম্প্রতি মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন এই দুই তারকা। রাজধানীর একটি হোটেলে তারা আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষরের মধ্য দিয়ে নতুন কর্মযাত্রা শুরু করলেন।

জার্মানির টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড, সাউথ কোরিয়ার মিস ইউনিভার্সিটি ২০১১ ও মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল ২০১৩ এ অংশ নিয়েছেন পিয়া। ভারতের জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’প্রচ্ছদে ছাপা হয়েছে পিয়ার ছবি। অন্যদিকে ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন তাসকিন। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়ার তাসকিন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি