ঢাকা, বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬

ফেসবুকে আপত্তিকর প্রস্তাবের বিষয় তুলে ভাইরাল স্বস্তিকা মুখার্জি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

স্বস্তিকা মুখার্জি, টলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী। এবার তাকে মেসেঞ্জারে দেওয়া এক ব্যক্তির কুপ্রস্তাব ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

কুপ্রস্তাবটি সামনে আসে যখন অভিনেত্রী নিজেই সেটি সবার জ্ঞাতার্থে ফেসবুকে পোস্ট দেন। স্বস্তিকার যুক্তি, প্রতিটা মেয়ের নিজের অসম্মানের জবাব দেওয়া দরকার। 

কুপ্রস্তাবকারী ওই ব্যক্তির নাম সুদীপ দত্ত। তার সেই আপত্তিকর প্রস্তাব স্ক্রিনশট নিয়ে নিজের ওয়ালে পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়।

এরপরই প্রতিবাদের ঝড় ওঠে। কেউ কেউ তো ওই ব্যক্তির পরিচিতদের খুঁজে বার করে তার কীর্তিকলাপ বলেও দেন। স্বস্তিকার ফেসবুক থেকে নেওয়া।

আর স্বস্তিকা লেখেন, মেয়েদের সবসময় বিচার করা হয়, আর সে যদি অভিনেত্রী হয় তাহলে তো কথাই নেই। কিন্ত পুরুষদের বিচার করবে কে? তবে এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার একাজ করেছেন স্বস্তিকা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি