ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বংশালে গ্যাস লাইন বিস্ফোরণ : দগ্ধ আরও ১ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর বংশাল কসাইটুলীতে রাস্তার গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু জান্নাতুল ইসলামের (৪) মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ দুই শিশুর মৃত্যু হলো। তাদের দগ্ধ বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু জান্নাতুলের।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃত্যুর পর জান্নাতুলের মরদেহ মর্গে রাখা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশু মইনুল (৩) মারা যায়। এরপর মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও তার বোন জান্নাতুল ইসলামকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি