ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৩৪, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার যশোরে যান।
আজ বেলা ১১টায় তিনি যশোর বিমানবাহিনী একাডেমির অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০৫ এজেটিইউ এর কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে আসলেও এবার আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। যদিও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোর শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি