‘বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে রাঘব-বোয়ালরা জড়িত’
প্রকাশিত : ১২:২৬, ১৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২৪, ১৮ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে অনেক রাঘব-বোয়ালরা জড়িত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, তদন্তে দুর্বলতার কারণে তাদের বিচার করা যায়নি। তবে এর পিছনে যে গভীর ষড়যন্ত্র ছিল সেটা আমরা রায়ে উল্লেখ করেছি।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, এ উপমহাদেশে দুজন জাতির পিতাকে হত্যা করা হয়েছে।
//আর//এআর
আরও পড়ুন