ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৩, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাসহ নির্বাচন কমিশনাররা। তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে প্রবেশ করেন। রাষ্ট্রপতি তাদেরকে স্বাগত জানান।

নির্বাচন কমিশনের প্রতিনিধি দলে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ছাড়াও রয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম, শাহদাৎ হোসনে চৌধুরী, রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, নির্বাচন কমিশন সচিব হেদায়েতউল্লাহ প্রমুখ।

আজকের বৈঠকে একাদশ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ ঠিক করা হবে। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবে প্রতিনিধি দল।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি