ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ২০ জেলে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরের চালনা ও নারকেলবাড়িয়া এলাকায় দুটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ২০ জেলে নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

এদিকে নিখোঁজ সকল জেলেকে উদ্ধারে বঙ্গোপসাগরে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

সংশ্লিষ্টদের সূত্র থেকে জানা যায়, সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি ট্রলার ডুবে যায়। সমুদ্র উত্তাল থাকায় ঘটনাস্থলের কাছাকাছি থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ১৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

ডুবে যাওয়া ট্রলারের মালিক আশুতোষ সরকার জানান, গত বুধবার সকালে বরগুনা লঞ্চঘাট থেকে তার ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে যায়।

অপরদিকে একইদিন সকালে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের ১৭ জেলেসহ আরেকটি ট্রলার ডুবে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলের কাছাকাছি থাকা জেলেরা ১৬ জেলেকে উদ্ধার করলেও ওই ট্রলারের বাবুর্চি আমিরুল এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ জেলেদের সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। নিখোঁজদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন দুলাল মাঝি(৫৫), মিন্টু(৩৫), আইউব আলী(৪০), সোলায়মান(৪০), মোতালেবের(৪০), ছিদ্দীক(৩০), নাসির(৩২), রুবেল(২৫),  রাহাত(২০), মনির(২৫), সফিক(৩০), হাকিম(৩২), কাশেম(৩৮) ।

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি