ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বছরের তাপমাত্রার রেগর্ড গড়লো ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আজ ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টি না হওয়ায় এই পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর ও মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।

এদিকে বর্ষাকাল চললেও রাজধানী ঢাকায় বৃষ্টি এবার কম, স্বাভাবিক তাপমাত্রার চেয়ে একটু বেশিই গরম অনুভূত হচ্ছে। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

তবে দু-একদিনের মধ্যে তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি