ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বনশ্রীতে রঙের কারখানায় অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর বনশ্রী আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি রঙের কারখানায় আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে ওই কারখানায় আগুন লাগার পর তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।

রাত পৌনে ১১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রিবেন। 
ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, আমুলিয়া আইসি মেডিকেলে কলেজের পাশেই একটি সেমি-পাকা ভবনে ‘ইমপেরিয়াল পেইন্টের’ ওই রঙের কারখানা। তবে আগুন লাগার সময় কারখানা বন্ধ ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি