ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বনি’র ‘গার্লফ্রেন্ড’কে নিয়ে যা বললেন দেব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা বনি সেনগুপ্তের জন্মদিনে ভক্তদের সারপ্রাইজ হিসেবে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমার পোস্টার। যাতে রয়েছে অসংখ্য চমক। প্রথমত কৌশানি সিনেমার হিরোইন। অর্থাৎ এবার অফস্ক্রিন গার্লফ্রেন্ড এবার অনস্ক্রিন গার্লফ্রেন্ড। এমনকি সিনেমার নামও ‘গার্লফ্রেন্ড’। এটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। মুভির পরিচালক রাজা চন্দ। তিনিই প্রথম নিজের ফেসবুক ওয়ালে কৌশানি এবং বনির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।

যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গার্লফ্রেন্ড সিনেমার গান শুটিংয়ে কৌশানি এবং বনির সঙ্গে।’
তারপরই তাদের মুভির পোস্টার মুক্তি পায়। পোস্টারে পুরোপুরি রোম্যান্টিক অবতারে দেখা গেল দু’জনকে। রিয়েল লাইফের রসায়ন ফের ঝলক পাওয়া গেল রিল লাইফেও। সেই সিনেমার পোস্টার প্রকাশ করে রাজা চন্দ লিখেছেন, ‘সবাই ছবিটি শেয়ার করো, লাইক করো। আর কেমন লাগল পোস্টারটা সেটাও জানিও। আর আমার একটা প্রশ্নও আছে। প্রথমবার গার্লফ্রেন্ডকে দেখার পর অনুভূতি কেমন ছিল। এক বাক্যে উত্তর দিতে হবে।’

এই টুইটের পরই মজার ছলে দেব লেখেন, ‘খেলব না। আগে রিলিজ ডেটটা বলো।’

প্রসঙ্গত, আসছে পূঁজায় মুক্তি পেতে চলেছে দেবের আগামীর সিনেমা ‘হইচই আনলিমিটেড’৷ চিত্রনাট্য অনুযায়ী, এই সিনেমাতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তার স্ত্রী (কৌশানি) সমসময় পূঁজা নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা। যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তার দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত। আসলে বিজনের দু’বউ। কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও মানসী সিনহা। অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, যদি তার এক বউ অন্য বউয়ের অস্তিত্বের কথা টের পেরে যায়।
অন্যদিকে, অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই। কারণ সুদীপ্তা চক্রবর্তী। সে এ সিনেমার গুন্ডা। তিনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)। কারণ অভিনেত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়।
সুতরাং কারও মনেই শান্তি নেই। তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়। এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতি মতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি