বন্যার আশঙ্কায় ভারতের সতর্কবার্তা নাকচ (ভিডিও)
প্রকাশিত : ১০:২৪, ১০ সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশে বন্যার আশঙ্কা করে ভারতের সতর্কবার্তা নাকচ করে দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, ভারতের অরুণাচল ও আসামে পানির যে চাপ বেড়েছে, তাতে বাংলাদেশে কোন প্রভাব পড়বে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
অতিবৃষ্টির কারণে তিব্বতে স্যাংপো নদীর পানি গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বিপদসীমায় প্রবাহিত হচ্ছে। এ’ কারণে চীন কর্তৃপক্ষ ভারতকে সতর্ক বার্তা দিয়ে ব্রহ্মপুত্র নদে পানি ছাড়ে।
এর প্রেক্ষিতে বাংলাদেশে প্রবল বন্যার আশঙ্কা করে ৫ সেপ্টেম্বর ঢাকাকে সর্তক করে দিল্লী।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ব্রহ্মপুত্র নদের উজানে এবং চীনের স্যাংপো নদীতে পানি বৃদ্ধির সাথে বাংলাদেশে বন্যার সম্পর্ক নেই। তবে, মৌসুমী বৃষ্টিপাতের কারণে আগামী সপ্তাহে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়তে পারে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে চলতি সপ্তাহের শেষ ও আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সেপ্টেম্বর মাসে দেশে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন










