ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বন্যায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত, পড়াশোনায় বিঘ্ন শিক্ষার্থীদের

প্রকাশিত : ১০:০১, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:০১, ১৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বন্যায় রাজবাড়ীর ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের। অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পোষানোর পরামর্শ জেলা শিক্ষা কর্মকর্তার। এদিকে, কুড়িগ্রামে বন্যার পানি কমার সাথে সাথে, তীব্র আকার ধারণ করেছে তিস্তা’র ভাঙ্গন। প্রতিদিনই বসত-ভিটে হারাচ্ছে দূর্গত মানুষ। টানা ২১ দিন পানিবন্দী ছিল রাজবাড়ীর পাঁচ উপজেলার ৯ টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। বন্ধ ছিল ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়গুলো থেকে পানি নেমে গেলেও কক্ষগুলোতে জমে আছে কাদা মাটি, সাথে দুর্গন্ধ। পানির প্রবল স্রোতে ভেঙ্গে গেছে বসার জায়গা, বেঞ্চ, স্কুলের দেয়াল। একই সাথে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়ায়, পানি খেতে পাড়ছে না বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যার পর, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা নেমে এসছে অর্ধেকে। এ অবস্থায় অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার নির্দেশ দিলেও কবে নাগাদ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ঠিক করা হবে তা জানাতে পারেন নি জেলা শিক্ষা কর্মকর্তা। এদিকে কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। এরই মধ্যে রাজারহাট উপজেলার ১০টি গ্রামের ফসলী জমিসহ ২ শতাধিক ঘর-বাড়ী নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকীর মুখে পড়েছে বিদ্যালয়, মসজিদ, কমিউনিটি ক্লিনিকসহ শতাধিক ঘর-বাড়ী। ভাঙ্গন ঠেকাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহনের পাশাপাশি পূর্ণবাসনের দাবী নদী পাড়ের মানুষের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি