ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বন্যা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী ডেলটা প্ল্যান ঘোষণা করেছেন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৯, ১২ আগস্ট ২০২০ | আপডেট: ২১:৫০, ১২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, বন্যা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী ডেলটা প্ল্যান ঘোষণা করেছেন। এ ডেলটা প্ল্যানে  হাওরের ছয়টি জেলা আলাদা করে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, ডেলটা প্ল্যানে ছয়টা ভাগে দেশটাকে ভাগ করা হয়েছে। এটি ভৌগলিক এবং পানি সম্পদ ব্যবস্থাপনার খাতিরে চিন্তা করেই করা হয়।

সচিব বলেন, এ প্রকল্পে মনু নদীর ১১ কিলোমিটার চর অপসারণ, ফ্লাড ওয়াল নির্মাণসহ আরও প্রয়োজনী কাজ বাস্তবায়িত হলে মনু নদীর বন্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে করা যাবে। শিগগির এই কাজ শুরু হবে। 

বুধবার বেলা ২টায় মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ফানাই নদী অববাহিকায় মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ত্রিশ হাজার মাটি ক্ষয়রোধ বৃক্ষের চারারোপণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথাগুলো বলছিলেন।

এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি