ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ২৮ পুলিশ সদস্য

প্রকাশিত : ১৪:৪৮, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪৮, ২৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরে আমর্ড পুলিশ সদস্যদের বহনকারী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ২৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে রহমতপুরের ছয় মাইল এলাকায় বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ’সময় গাড়িতে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২৮ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা যাচ্ছিলেন বলে জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি আসাদুজ্জামান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি