ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বরিশালে ৭ লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বরিশালে প্রায় ৭ লাখ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ৮। শনিবার বেলা পৌনে ১২ টায় নগরীর রুপাতলী র‌্যাব-৮ এর সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম। 

এ সময় তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩ টায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শেখ কামাল ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ সময় তাদের প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৬ লাখ ৭৭ হাজার ৫৬ পিচ ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন,৪ রাউন্ডগুলি, ৪টি মোবাইল, ৪টি সিমকার্ড, একটি প্রাইভেটকার এবং নগদ ১ হাজার ৯৭৫ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম পানখালীর মৌলভী মো. ইউনুচের ছেলে মো. ইব্রাহিম (২৫) ও একই জেলার উখিয়া থানার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা আবুল হোসেনের ছেলে  মো.আলম (৩০)।

এদিকে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জানা গেছে, আটক দুই মাদক ব্যবসায়ী মিয়ানমার থেকে সমুদ্রপথে ট্রলারযোগে এই ইয়াবা এনে প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি