ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বর্তমানে পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ১৮৮৭২৪ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯:১২, ৩০ এপ্রিল ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১লাখ ৮৮ হাজার ৭২৪ জন সদস্য কর্মরত রয়েছেন।

আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান পুলিশের এ সংখ্যার মধ্যে কর্মরত মহিলা পুলিশের সংখ্যা ১৩ হাজার ৩৯১ জন। আর কর্মরত পুরুষ পুলিশের সংখ্য ১ লাখ ৭৫ হাজার ৩৩৩ জন। এ সংখ্যানুযায়ি মহিলা-পুরুষ পুলিশের অনুপাত ১ :১৩.০৯।

মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারীর আরো অংশগ্রহণ বৃদ্ধি করতে সরকার নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে প্রতিরোধ ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়নসহ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে ভবিষ্যতে পুলিশ বাহিনীতে নারী সদস্যের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
স্বারষ্ট্রমন্ত্রী সরকারি দলের সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে জানান ২০১৫ সাল পর্যন্ত মোট ৯৫টি থানাকে মডেল থানায় উন্নীত করা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি