ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৩, ১৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে কয়েক গুণ। ফলে পবিত্র রমজানে মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে।
নগরীর আগ্রাবাদে বিদ্যুৎ ভবনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সমবেশে বক্তারা জ্বালানী খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অগ্রযাত্রাকে ধরে রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এম. এ. রহিমের সভাপতিত্বে সমবেশে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি