ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর ‘নাদির অন দ্য গো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ব্লগিংয়ে চমৎকার ভিডিওগ্রাফির সাথে দেশ-বিদেশের নানা স্থানের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির।  কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ অ্যাওয়ার্ড পেয়েছেন এই ব্লগার। এবার বর্ষসেরা ভিডিও নির্মাতার পুরস্কার পেলেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। 

টিকটকের বর্ষসেরা ভিডিও নির্মাতা বা ক্রিয়েটর পুরস্কার পান নাদির (নাদির অন দ্য গো)। গত শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’ আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়। এ বছর ১০টি শ্রেণিতে পুরস্কার দিয়েছে টিকটক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।

এছাড়া সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন গুলফাম শাহানা জানা। সেরা ফ্যাশন ক্রিয়েটর হামজা খান শায়ান এবং সেরা ট্রাভেল ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন মি. মিক্সার রাশিক (মি. মিক্সারসওয়ার্ল্ড)।

শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য কনটেন্ট ক্রিয়েটর স্যাম (স্যাম জোন অফিশিয়াল), সেরা বিউটি ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন তানিশা তাসনিম (দ্য চার্ম ইনসাইড ১৮)। উদীয়মান ক্রিয়েটরদের মধ্যে সেরা হয়েছেন রাফসান আহমেদ। 

সেরা ফুড ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন সোহেব রহমান (হ্যাটমান কুকিং) এবং সেরা এন্টারটেইনমেন্ট ক্রিয়েটরের পুরস্কার জিতেছেন সারওয়ার বাঁধন এবং সাদিয়া রোজা (সারওয়ার সাদিয়া)। এছাড়া সেরা স্পোর্টস ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ কাওসার বিন মুস্তাফিজ (নিশ্চুপ শৌভিক)।

টিকটক ব্যবহারকারীদের ভোটে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই পুরস্কারের জন্য গত ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ১০টি শ্রেণিতেই ব্যবহারকারীরা ভোট দেওয়ার সুযোগ পান।

টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট অপারেশনস পূজা দত্ত বলেন, ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস আমাদের মাধ্যমে ব্যবহারকারীদের অসাধারণ সৃজনশীলতা ও দক্ষতা তুলে ধরে। বিনোদন বা শিক্ষমূলক ভিডিওর পাশাপাশি ডিজিটাল মাধ্যমের গতিশীলতা ও বৈচিত্র্যকে যাঁরা তুলে ধরেন, আমরা তাঁদের উৎসাহিত করি। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ আয়োজন আমাদের এমন প্রচেষ্টার প্রতিফলন।’

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি