ইউরোপিয়ান পার্লামেন্টে
বাংলাদেশের নির্বাচন সেমিনারে যোগ দিচ্ছে সরকারের প্রতিনিধি দল
প্রকাশিত : ২১:৫৭, ৮ জুলাই ২০১৮

ইউরোপিয়ান পার্লামেন্টে ‘বাংলাদেশের নির্বাচন-২০১৮: রাষ্ট্রীয় পলিসি, অর্থনীতি ও সমাজ’ শীর্ষক সেমিনারে যোগ দিতে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বেলজিয়ামের ব্রাসেলস যাচ্ছেন। আগামীকাল প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে রওনা হবে প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মণি, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ, শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকার, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।
এসএইচ/
আরও পড়ুন