বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
প্রকাশিত : ১২:২৮, ৬ আগস্ট ২০১৮

চার বছর পরে ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ শেষ ম্যাচে ক্যারিয়ানদের ১৮৫ রানের লক্ষ্য দেয় সফরকারী বাংলাদেশ। জবাবে ১৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পরে বৃষ্টি আইনে ১৮ রানের জয় পায় বাংলাদেশ।
এর পরে এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি।
অভিনন্দন বার্তায় তিনি জানিয়েছেন ,বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।এই জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ক্রিকেট বোর্ডের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।
ফ্লোরিডার লডারহিলে সোমবার সিরিজের শেষ ম্যাচের জয় পরাজয় বৃষ্টির কারণে নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। তাতে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। বাংলাদেশের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। আগের সিরিজ জয়টি ছিল ২০১২ সালে আয়ারল্যান্ডে।
টিআর/
আরও পড়ুন