ঢাকা, শনিবার   ২৪ মে ২০২৫

গুজবে কান দেবেন না : সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৩ মে ২০২৫ | আপডেট: ১৪:২২, ২৩ মে ২০২৫

Ekushey Television Ltd.

সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাসের পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে এনেছে সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, উক্ত বিজ্ঞপ্তির সঙ্গে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ ভুয়া এবং অসত্য। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সশস্ত্র বাহিনী এবং সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে—"গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।"

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি, এমন ভুয়া প্রচারণার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে দেশের সচেতন নাগরিকদের ডিজিটাল মাধ্যমে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো বার্তা বা প্রচারণা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি