ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বাগেরহাটে খালে নবজাতকের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে খালে ভাসমান অবস্থায় এক শিশুর লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে কর্মকারপট্টি খালের ভুইমালী ব্রিজ এলাকায় কাপড়ে পেচানো লাশটি খালের চরে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই রায়হান বলেন, খালের চরে পাওয়া লুঙ্গিতে পেচানো লাশটির কোন ওয়ারিশ বা পরিচয় পাওয়া যায়নি। এটি একটি পুত্র সন্তানের লাশ।

স্থানীয়রা মনে করছেন, আজ সকালের দিকে কোন বিপদগ্রস্ত মা গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে খালে ফেলে দিয়ে সমাজে নিজেকে বাচিয়ে রেখেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি