ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটে মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) এবং একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক  বাহারুল আলম মোল্লা (৪৩)। তাদের বাড়ি সরোসপুর গ্রামে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষককে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পড়ে গিয়ে তারা দু’জনে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি