বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান
প্রকাশিত : ১৭:৫৮, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৭, ৬ জুন ২০১৭

নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের মনিটরিং টিম।
সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে একটি দল কাপড়ের পাইকারী বাজার টেরীবাজারে অভিযান চালায়। এসময় তারা অধিক মূল্যে পোশাক বিক্রি ও অতিরিক্ত মুনাফার অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের সর্তক করেন। পাহাড়তলী বাজার ও চকবাজারেও ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়াও ভোক্তা অধিকার সংস্থা, ক্যাব ও চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন