ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বাজেটে বরাদ্দ না থাকলেও এমপিওভুক্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রস্তাবিত বাজেটে এমপিওভুক্তির জন্য পৃথক বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ রয়েছে, তা থেকে এমপিওভুক্তির কাজ পর্যায়ক্রমে শুরু হবে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।  

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন নেই। বাজেটে এমপিওভুক্তির জন্য পৃথক বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ রয়েছে, তা থেকে এমপিওভুক্তির কাজ পর্যায়ক্রমে শুরু হবে বলে জানান তিনি।

নন-এমপিও শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর দাবির বিষয়ে বাজেট পেশের আগে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক। সবকিছু বাজেট বক্তৃতায় থাকে না।

বেশ কিছুদিন বিরতির পর এমপিওভুক্তির দাবিতে গতকাল রোববার সকাল থেকে আবার আন্দোলনে নামেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা। এর আগে গত বছরের শেষেও আন্দোলন করেন তাঁরা। পরে চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সে সময় আন্দোলন ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি