ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বান্দরবানের আলিকদম সড়ক দিন দিন হয়ে উঠেছে অনিরাপদ

প্রকাশিত : ১২:০১, ২৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:০১, ২৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে বান্দরবানের থানচি আলিকদম সড়ক। পর্যটন অঞ্চলটির অপার সৌন্দর্য্যে ঘেরা  সবচেয়ে উঁচু স্থানে নির্মিত এই সড়কটির বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে সন্ত্রাসীদের আখড়া। ঘটছে অপহরণ, চাঁদাবাজিসহ হত্যার ঘটনা। গুরুত্বপূর্ণ সড়কটিতে সেনা ও পুলিশ ক্যাম্প না থাকায় এমনটি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এমন নয়নাভিরাম দৃশ্য পুরো বান্দরবান জুড়ে।.. বান্দরবানের থানচি আলিকদম সড়কটির পুরোটা অঞ্চলে ছড়িয়ে রয়েছে নৈসর্গিক সৌন্দর্য। কিন্তু সাম্প্রতিক সময়ে অপহরণ, হত্যা, গুম, চাঁদাবাজি- ছিনতাইসহ ঘটে যাওয়া নানা ঘটনায় অনিরাপদ হয়ে উঠছে এই সড়কটি। ২০১৫ সালের ১৪ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৩কিলোমিটার দৈর্ঘ্যর এ সড়ক উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী। সড়কটি চালুর পর থেকেই নিরাপত্তার অভাবে এর প্রতিটি বাঁক হয়ে উঠছে পর্যটক আর স্থানীয়দের আতংকের কারন। উদ্বোধনের পর থেকে সড়কটিতে তিন গরু ব্যবসায়ীসহ খুন হয় পাঁচজন। এছাড়াও অপহরনের পর মুক্তিপন নেয়ার ঘটনাও আছে। শুধু তাই নয়, থানচি আলিকদম সড়কের পাশে বিভিন্ন পাড়ায় বসবাসকারি পরিবারে মাসিক ১০ কেজি চাল এবং নগদ ১ হাজার করে টাকা চাঁদা বেধে দেয় বহিরাগত সন্ত্রাসীরা। সড়কটিতে প্রয়োজনীয় সেনা ও পুলিশ ক্যাম্প না থাকায় এমনটি ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিরাপত্তা জোরদারে দুটি পয়েন্টে পুলিশ ক্যাম্পের প্রস্তাব দেয়া হলেও বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত সেনা ও পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে এলকার নিরাপত্তা জোরদারের দাবি পর্যটক ও স্থানীয়দের।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি