ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বান্দরবানে বজ্রপাতে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার বাসিন্দা ইলিয়াছ আলীর ছেলে মো.রবিউল ইসলাম (২২) ও আবদুল লতিফের ছেলে আলী জহুর (২৫)। এ ঘটনায় আব্দুর রহমান নামে আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের তুলাতলী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই তিনজন বাড়ির পাশের জমিতে করলা ক্ষেতে কাজ কারতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ (ওসি) জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা নিশ্চিত হয়েছি বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি