ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের ওপারে মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে দুইদিনে বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক রোহিঙ্গা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তৌহিদ কবীর জানান, মঙ্গলবার রাতে বাংলাদেশি নাগরিক হাসেম উল্লাহ (৪০) ও সোমবার রাতে মিয়ানমার নাগরিক মোক্তার আহমদ (৪৫) নিহত হন।

আহত আবদুল কাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি তৌহিদ বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা চারার মাঠ এলাকায় বাংলাদেশে আসা রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ করেন হাসেম উল্লাহ। পরে ৪৪ নম্বর সীমান্ত পিলারের আশপাশে ঘোরাঘুরির এক পর্যায়ে মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই হাসেম মারা যান। এ সময় আহত হন মিয়ানমার নাগরিক আবদুল কাদের। ঘটনার পরপর তাকে বিজিবি সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”

নিহত হাসেম উল্লাহ নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আদর্শ গ্রামের বাসিন্দা আবদুস সালামের ছেলে।

ওসি তৌহিদ আরও বলেন, সোমবার রাত ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বড় ছনখোলা এলাকা দিয়ে বাংলাদেশে আসার সময় ৪৬ নম্বর পিলারের কাছে মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই নাগরিক মোক্তার আহমদ নিহত হন। রাখাইনের বুচিডং দারিয়া বাজার গ্রামে তার বাড়ি ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি