ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বাবুল আক্তারের স্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:২৬, ৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৬, ৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে দুর্বত্তদের হামলায় নিহত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ‍মিতুর প্রথম নামাজে জানাজা নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও পুলিশ কমিশনার ইকবাল বাহারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাবুল আক্তারের নিজ এলাকা ঝিনাইদহে লাশ নিয়ে যাওয়ার পর সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিতুকে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি