ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বাল্যবিবাহ বন্ধে অর্থ সহায়তা দেবে সরকার:চুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সরকার বাল্য বিবাহের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বদ্ধপরিকর। তাই সরকার আইন প্রণয়নসহ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  

রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলয়াতনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইউনিসেফ এক অনুষ্ঠান আয়োজন করেন। ‘এ স্কপিং এনালাইসিস অব বাজেট এলোকেশন ফর এন্ডিং চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা ফলাফলের এই মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি  এ কথা বলেন।

তিনি বলেন, দরিদ্রতা, নিরাপত্তাহীনতা ও সামাজিক অসচেতনতার অভাবে বাল্য বিবাহ সংগঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারের ১৫ থেকে ১৮ বছরের মেয়েদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং ভাতা প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই কার্যক্রমের লক্ষ হলো অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করা এবং আয়বর্ধক ব্যবসায় উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এই কার্যক্রম চললে দেশে বাল্য বিবাহের সংখ্যা অনেক কমে যাবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিজুল আলম, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি কার্লোস একোস্টা এবং ড. আবুল হোসেন। সূত্র: বাসস

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি