ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বাহুবলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মদন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম রহমান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দারাগাঁও চা বাগানের ২ নম্বর সেকশন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। 

বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে গণমধ্যমকে বলেন- অস্ত্র, ডাকাতি, এবং হত্যাসহ সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেফতার করা হয়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন এবং অস্ত্র রাখার জায়গা সম্পর্কে তথ্য দেন।

তথ্য মতে ভোররাতে মদনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় হঠাৎ পুলিশের ওপর গুলিবর্ষণ করে মদনের সহযোগীরা। এ পরিস্থিতিতে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে মদন পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মদনের বুকে ডাকাতদের গুলি লাগে ।

পরে মদনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এম/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি