ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ছে ডেঙ্গু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৯ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

গেলো জুন মাসের চেয়ে দ্বিগুণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে জুলাই মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৫৫৬ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এই দিন রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৭২ জন। রোববার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছে ঢাকায় ৮৫ জন, ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ১৩৫, বরিশাল বিভাগে ২৮, খুলনা বিভাগে ১৪ জন এবং অন্যান্য বিভাগে ১০ জন।

এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬৮ জনে। তাদের মধ্যে মারা গেছে ৫৫ জন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় গত বছর ২০২৩ সালে। ওই বছরের একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৪৪ হাজার ২০৫ জন ও মৃত্যু হয় ২২৯ জনের।

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি