ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বাড়ছে শীতের তীব্রতা, ঠান্ডাজনিত রোগের প্রকোপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গাইবান্ধা-রংপুরসহ উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা ওঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে। অনেক বেলা পর্যন্ত ছড়িয়ে থাকে কুয়াশার চাদর। ফলে ঘরবন্দী হয়ে থাকতে হচ্ছে অনেককে। ব্যাঘাত ঘটছে যানবাহন চলাচলে।

তীব্র শীতে ব্যাহত হচ্ছে গাইবান্ধার জনজীবন। ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। দিনের মধ্যভাগে তাপমাত্রা কিছুটা বাড়লেও, রাতে বেশ অবনতি হয়।

বেশি নাকাল হচ্ছেন তিস্তা-যমুনার আশপাশের বাসিন্দারা। কনকনে শীত উপেক্ষা করেই চাষাবাদ করতে হচ্ছে কৃষকদের।

কাঁথা-লেপ-কম্বলেও পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছে না। তাই চেষ্টা চলে খরকুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের। গা গরম করতে অনেকে ভিড় করছেন চায়ের দোকানে।

চরম বেকায়দায় পড়েছেন সিরাজগঞ্জের চরাঞ্চলবাসী। সবচে বেশি সমস্যায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।

রংপুরে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক বেলা পর্যন্ত চালু রাখতে হয় হেডলাইট।

জয়পুরহাট, ঠাকুরগাঁও, যশোর, চুয়াডাঙ্গাতেও শীতের প্রকোপ বেড়েছে।

এদিকে, তীব্র শীতে নেত্রকোনায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ। সর্দি-কাশি-জ্বরে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। অসুবিধায় পড়ছেন বয়স্করাও।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি