ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১৬ জুন ২০১৮ | আপডেট: ১৩:৩১, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
শনিবার সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় এবং দেশের সব সমস্যা দূর করতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের অত্যন্ত আনন্দ ও উৎফুল্লের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন।
এছাড়া বায়তুল মোকাররমে ঈদের আরও ৪টি জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলার কয়েকটি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।
এসএ/



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি