বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলু কারাগারে
প্রকাশিত : ২০:৫১, ১৬ নভেম্বর ২০২১
 
				
					মানিলন্ডারিং আইনে রাজধানী বনানী থানায় দায়ের করা মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তার আইনজীবী ওয়ালিউল ইসলাম সজীব। এরপর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক কেএম ইমরুল কায়েশ জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আজ তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত বছরের ১৩ আগস্ট বনানী থানায় মামলাটি দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হারুন উর রশিদ। ওই মামলায় এজাহারভুক্ত আসামি এম এন এইচ বুলু।
এসি
আরও পড়ুন
 
				        
				    






























































