ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বিএনপির অবস্থা এমন হবে জানলে জোটের বাহিরে ভোট করতাম: রওশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, বিএনপি এত কম আসন পাবে জানলে জাতীয় পার্টি মহাজোটের বাইরে গিয়ে নির্বাচন করতো বলে মন্তব্য করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেনগ।

জাতীয় পার্টি সরকারে থেকে দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে আগ্রহী জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছে।ফলে সরকারেই থাকবে।

তবে দলের নেতা-কর্মীরা চাচ্ছেন জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করুক।এতে দলের ভাবমূর্তি বাড়বে।তবে বিরোধী দল কে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সিদ্ধন্ত নেবে এবিষয় আমাদের কিছু বলার নেই।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি