ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি যুবকের মৃত্যু উদ্ধার করা হয়েছে।  সোমবার ভোরে দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারের কোহিনুর ক্লিনিকের সামনে থেকে বুলবুল হোসেন (২৪) নামের ওই যুবকের  লাশ উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে বুলবুল হোসেনের নেতৃত্বে ৭-৮ জন মাদক পাচারকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করে। মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশকালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে বুলবুল হোসেন কোমরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। সোমবার ভোরে দৌলতপুর থানা পুলিশ উপজেলার মথুরাপুর কোহিনুর ক্লিনিকের সামনে থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ৪৭ বিজিবি অধিনস্থ জামালপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, জামালপুর সীমান্তের ১৫২/১৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খণ্ডের ২শ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন নামে বাংলাদেশি এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছিল জানা যায় । তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি