ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিদেশের মাটিতে ‘অন্তর জ্বালা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:২১, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখে যুক্তরাষ্ট্র ও সুইডেনে প্রদর্শিত হবে ‘অন্তর জ্বালা’। গত ১৫ ডিসেম্বর সারাদেশে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত এই ছবিটি। সিনেমাটিতে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি।    

এ বিষয়ে জায়েদ খান বলেন, আমাকে অনেকে অনুরোধ করেছিলেন ‘অন্তর জ্বালা’ ছবিটি দেশের বাহিরে মুক্তি দিতে। সুইডেন দিয়ে সেই যাত্রা শুরু করলাম। পহেলা বৈশাখের দিন সেখানে পান্তা ইলিশের আয়োজন থাকবে। প্রবাসী বাঙালিদের বর্ষবরণের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘অন্তর জ্বালা’। আশা করছি সেখানকার প্রবাসীরা ছবিটি দেখে বিনোদিত হবেন। বৈশাকের পরও কয়েকদিন সেখানে দেখানো হবে ছবিটি।’ 

জায়েদ খান আরও বলেন, সুইডেনের পর আমেরিকায় মুক্তি দেওয়া হবে। এরপর সিডনী ও ইতালিতেও ‘অন্তর জ্বালা’ মুক্তির প্রক্রিয়া চলছে।   

জায়দ পরী ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন, জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, অমিত হাসান, মাহমুদুল ইসলাম মিঠু, সাঙ্কো পাঞ্জা, চিকন আলী, রেহানা জলি প্রমুখ।     

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি