ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে শতাধিক গোখরা উদ্ধার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

 

পাবনার ভাঙ্গুড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে শতাধিক গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভাঙ্গুড়া সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, স্কুল ছুটির পর বিকেলে ছেলেরা ওই স্কুলের মাঠে খেলাধুলা করছিল।

এসময় বিদ্যালয়ের পূর্ব পাশের নিচতলার প্রথম শ্রেণির কক্ষের সামনে দুটি সাপের বাচ্চা দেখতে পায় তারা।

পরে সাপের খবর পেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ কামাল স্কুলে আসেন। তিনি নিজেই ওই দুটি সাপের বাচ্চাকে মেরে ফেলেন।

পরে ওই কক্ষের দরজা দিয়ে পর্যায়ক্রমে একের পর এক ৯০টি গোখরা সাপের বাচ্চা বেরিয়ে আসে। উপস্থিত জনতা  সাপগুলো মেরে ফেলে।

ওই গর্ত থেকে মাটি খুঁড়ে আরও ২০টি সাপের ডিম উদ্ধার করেন তারা।

এ সম্পর্কে প্রধান শিক্ষক সোহেব কামাল রতন বলেন, গোখরা সাপের বাচ্চাগুলো মারার পর গর্তের মধ্যে গ্যাস ট্যাবলেট দিয়ে গর্তটি বন্ধ করে দিয়েছি।

 

এমএইচ/  এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি