ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারার পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৫৪, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচে নামলেও কুশিয়ারার পানি এখনও বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বন্যার পানি নেমে গেলেও ২৬টি ভাঙ্গা বাঁধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষ।

এদিকে বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা আমন ধান ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শংকায় রয়েছেন তারা। এরই মধ্যে বাঁধ পুননির্মানের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাঁধ পুনর্নিমানের কাজ শুরু হলেও, তা কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যায় জেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩০ লাখ টাকা, ১৫৮১ মেট্রিক টন চাল ও ৫ হাজার শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

একুশে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি